-686e864d97815.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার ভেড়ামারায় নিরাপত্তা বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দাউদ (৩০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) ভোরে উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে একটি দেশীয় শর্টগান, একটি তাজা কারতুজ, একটি রামদা এবং একটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। দাউদ স্থানীয় বিএনপি নেতা রাজনের সশস্ত্র ক্যাডার হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, ধরমপুর ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে সংঘর্ষের আশঙ্কায় একটি পক্ষ সশস্ত্র ক্যাডার জড়ো করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সেনাক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে দাউদের বাড়ি ঘেরাও করে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে ঘরের চাতাল থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ওসি আবদুর রব তালুকদার জানান, এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ)/১৯ ধারায় মামলা রেকর্ড হয়েছে।
আকরামুজ্জামান আরিফ/এআরএস