Logo

সারাদেশ

আনোয়ারায় মন্দিরের তালা ভেঙে স্বর্ণালঙ্কার চুরি

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২১:১২

আনোয়ারায় মন্দিরের তালা ভেঙে স্বর্ণালঙ্কার চুরি

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকায় শ্রীশ্রী লোকনাথ ধাম সার্বজনীন মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার গভীর রাতে মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে পূজার গঠন, স্বর্ণালঙ্কার, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুটে নেয় চোরেরা।

বুধবার (৯ জুলাই) সকালে জোনা বৈদ্যের বাড়ির কয়েকজন নারী পূজা দিতে গিয়ে মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন, পূজার সরঞ্জাম ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা নন্দন ঘোষ জানান, ‘এর আগেও মন্দিরটিতে চুরির ঘটনা ঘটেছে। বারবার ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, ‘মন্দিরে চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর