মানিকগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ জাহিদুর রাহমান

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২১:২৩
---2025-07-09T211940-686e896e1813e.jpg)
মানিকগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন মুহাম্মদ জাহিদুর রাহমান। ছবি : বাংলাদেশের খবর
২০২৫ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিংগাইর ও মানিকগঞ্জ সদরের আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন মুহাম্মদ জাহিদুর রাহমান।
দলটির পক্ষ থেকে এবারই প্রথম এই আসনে মনোনয়ন পেলেন তিনি। মুহাম্মদ জাহিদুর রাহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
মনোনয়ন পাওয়ার পর থেকেই স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন বলেও জানা গেছে।
তার মনোনয়ন নিয়ে স্থানীয়ভাবে চলছে নানা আলোচনা। কেউ কেউ এটিকে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন মাঠ পর্যায়ের কাজ দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হিসেবে।
হরিরামপুরের বাসিন্দা আল আমিন বলেন, ‘আশা করি উনি যদি নির্বাচিত হন, তাহলে আমাদের এলাকার বহুদিনের কষ্ট লাঘব হবে।’
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভোটার সবুজ বলেন, ‘তিনি নতুন প্রার্থী, এখনো পুরোপুরি চিনি না। মাঠে কাজ করলে বোঝা যাবে মানুষটা কেমন।’
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মুহাম্মদ জাহিদুর রাহমান বলেন, ‘মানুষ যদি আমাকে নির্বাচিত করে, তবে সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থাকব। বাকিটা কাজে প্রমাণ করব।’
আফ্রিদি আহাম্মেদ/এমআই