১৮৮ সদস্যবিশিষ্ট সিলেট মহানগর হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২১:৫৪

ছবি : বাংলাদেশের খবর
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছি।
তিনি বলেন, অতীতে আমরা দেখেছি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ‘মানবাধিকার’-এর নামে ইসলামী শরিয়াহ, পারিবারিক আইন ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে। এসব হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের ওপর আঘাত, অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিরও পরিপন্থি। তাই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন দেশের জনগণ মেনে নেবে না। মেনে নেবে না হেফাজতে ইসলামও। অবিলম্বে এ হীন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।
বুধবার (৯ জুলাই) বিকেলে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরের দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায় মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আরও বলেন, কওমি মাদরাসা শিক্ষা নিয়ে সেক্যুলার উপদেষ্টা শারমিন এস. মুরশিদ-এর বক্তব্য চরম আপত্তিকর। হেফাজতের পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি দেশের জন্য ক্ষতিকর এই উপদেষ্টার অপসারণ দাবি করছি।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে হেফাজতে ইসলামের পুনর্গঠন চলছে। ইতোমধ্যে অর্ধশতাধিক জেলা ও বিভাগীয় মহানগর কমিটি গঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কমিটির বাইরে কেউ হেফাজতের নাম ব্যবহার করে বিতর্কিত কর্মকাণ্ড চালালে, তার দায়ভার আমাদের নয়। আমাদের মধ্যে কোনো বিদ্রোহী নেই। তাই কেউ হেফাজতের নাম ব্যবহার করলে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সভাপতি মাওলানা মুশতাক আহমদ খান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আসজাদ আহমদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ।
সভায় আরও উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার উপদেষ্টা দরগাহে হযরত শাহজালাল রাহ. মাদরাসার মুহতামিম মাওলানা মাসুক উদ্দিন বড়বাড়ি, জালালাবাদ ইমাম সমিতির সিনিয়র সহসভাপতি মাওলানা ক্বারি মুজাম্মিল হোসাইন চৌধুরী, হেফাজতে ইসলাম সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম জালালি, সহসভাপতি নোমানী চৌধুরী, মহানগর শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, মাওলানা সামীউর রহমান মুসা, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা শায়খ সাইফুল্লাহ, মাওলানা ক্বারি সিরাজুল ইসলাম ও মাওলানা মুজাম্মিল তালুকদার, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামছুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা এমরান আলম, মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হুসাইন আহমদ ও মাওলানা জুবায়ের খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মমশাদ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মুফতী রশিদ আহমদ, মাওলানা নেয়ামত উল্লাহ খাসদবিরী, মাওলানা আখতারুজ্জামান ও মাওলানা হাফেজ মঞ্জুরে মাওলা, অর্থ সম্পাদক মাওলানা কবির আহমদ, সহ-অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, প্রচার সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, সহ-প্রচার সম্পাদক মাওলানা ফখরুদ্দিন রুস্তুম, মাওলানা সদরুল আমীন, সাংবাদিক মো. রেজাউল হক ডালিম, মাওলানা আমীন আহমদ রাজু, দা'ওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি জিয়াউর রহমান, সহ-দা'ওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ সগীর, মাওলানা হাফেজ শিব্বির আহমদ, মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ মনসুর ও মাওলানা মাশুক আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুসাদ্দিক আহমদ, মাওলানা আব্দুল্লাহ নেজামি ও মাওলানা হাফেজ রিয়াজ আল-মামুন, অফিস সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, নাইওরপুল মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজমুদ্দীন কাসেমী, মাওলানা মুজিবুর রহমান কাসিমী, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানি, মাওলানা মুহিবুর রহমান মুক্তিরচক, মাওলানা মুহিবুর রহমান মিটিপুরী, মাওলানা ডা. মোস্তফা আজাদ, মাওলানা এহতেশাম কাসেমি, প্রফেসর শাহ আলম, মাওলানা শাহ আশিকুর রহমান, জনাব আব্দুল হান্নান তাফাদার ও মাওলানা সানা উল্লাহ প্রমুখ।
সভা শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার ১৮৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠ করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আসজাদ আহমদ।
পূর্ণাঙ্গ কমিটি হলেন- সভাপতি মাওলানা মুশতাক আহমদ খান, সিনিয়র সহসভাপতি মাওলানা খলিলুর রহমান, সহসভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা হাফেজ তাজুল ইসলাম হাসান, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা মুজাম্মিল হক তালুকদার, মাওলানা শায়খ সাইফুল্লাহ, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।
সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আসজাদ আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা এমরান আলম, মাওলানা আবদুল মালিক চৌধুরী, মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, মাওলানা জুবায়ের আহমদ খান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হুসাইন আহমদ।
সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ মমশাদ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মুফতি রশীদ আহমদ, মাওলানা আবদুল আহাদ, মাওলানা নিয়ামতুল্লাহ খাসদবিরী, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা হাফেজ মঞ্জুরে মাওলা।
অর্থ সম্পাদক মাওলানা আহমদ কবির, সহঅর্থ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, মুফতি কয়েস আহমদ, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, মাওলানা ফখরুজ্জামান।
প্রচার সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, সহপ্রচার সম্পাদক হাফেজ ফখরুদ্দিন রুস্তুম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মাছুম আহমদ, মাওলানা সদরুল আমীন, মাওলানা হাফেজ শরীফ উদ্দীন, সাংবাদিক মো. রেজাউল হক ডালিম, মাওলানা আমীন আহমদ রাজু।
অফিস সম্পাদক হাফেজ মাওলানা জিয়াউর রহমান, সহঅফিস সম্পাদক হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহ মায়মুন।
সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সৈয়দ মুসাদ্দিক আহমদ, সহসমাজকল্যাণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন, মুফতি মুহাম্মদ উবায়েদ, মাওলানা হাফেজ আবদুল্লাহ নেজামী, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা আবদুল মুমিন, মাওলানা হাফেজ রিয়াজ আল মামুন।
আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আলী, সহআইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুশিউর রহমান, অ্যাডভোকেট নোমান আহমদ, অ্যাডভোকেট মুহিবুর রহমান, অ্যাডভোকেট রেজাউল হক।
দা‘ওয়াহবিষয়ক সম্পাদক মুফতি জিয়াউর রহমান, সহদা‘ওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আবদুল্লাহ মনসুর, মাওলানা হাফেজ শিব্বির আহমদ, মাওলানা হাফেজ আহমদ সগীর, মাওলানা আবদুল মান্নান আজাদ চৌধুরী, মাওলানা মাশুক আহমদ, মাওলানা আবুল খায়ের।
সদস্যরা হলেন- মাওলানা নজমুদ্দীন কাসেমী, মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা মুজিবুর রহমান কাসিমী, মুফতি শফিকুর রহমান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা হাফিজ ফখরুজ্জামান, মাওলানা মাসুক আহমদ সালামী, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মুফতি রশিদ মকবুল, মাওলানা নেজামুদ্দীন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল মছব্বির, মাওলানা এহতেশামুল হক কাসিমী, মাওলানা মাহতাব উদ্দীন, মাওলানা ইমামুদ্দীন, মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, মাওলানা আছরার আহমদ, পীর আব্দুল জব্বার, মাওলানা মঞ্জুর রশীদ আামিনী, মাওলানা ক্বারী মুখতার আহমদ, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মুহাম্মদ হুসাইন, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা শাহ আলম, মাওলানা রশিদ আহমদ, মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী, মুফতি মুজির উদ্দিন ক্বাসিমী, প্রফেসর শাহ আলম, মাওলানা শাহ আশিকুর রহমান, জনাব আব্দুল কাইয়ূম কামাল, অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম, আব্দুল হান্নান তাপাদার, ডাক্তার মুহাম্মদ ফয়জুল হক, ডাক্তার মাওলানা মুস্তফা আজাদ, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা জুবাইর আল মাহমুদ, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, এ কে এম আব্দুল্লাহ আল মামুন, ড. জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার বুরহান উদ্দীন, মুফতি রাশেদ আহমদ, মাওলানা সাদিক আহমদ, মাওলানা মনসুর আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা নুর হুসেন, মুফতি আহমদুল হক উমামা, মাওলানা আব্দুল মুক্তাদির, মাওলানা জামিল মাসরুর, মুফতি সালেহ আহমদ, মাওলানা হাফেজ এনামুল হক জুনাইদ, হাফিজ মাসুম আহমদ, মাওলানা মাসরুর আহমদ, মাওলানা রায়হান আহমদ, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা হাফেজ জাকারিয়া আল-হাসান, মাওলানা হিফজুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মাওলানা আব্দুর রহমান চৌধুরী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা আব্দুল জলীল, মাওলানা ওলিউর রহমান, মুফতি মাহফুজ আহমদ, মাওলানা আহমদ হুসেন, মাওলানা হাফিজ হারুনুর রশীদ, মাওলানা কমর উদ্দীন, এডভোকেট রেজাউল হক, মাওলানা হাফিজ আব্দুস সামাদ, মাওলানা সালিম ক্বাসিমী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা গোলাম রাব্বানী, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ইয়াহিয়া তালহা চৌধুরী, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা শফি আহমদ কামরান, মাওলানা শহীদ আহমদ, মাওলানা নূরুল ইসলাম চৌধুরী, মাওলানা আব্দুল গফ্ফার, হাফিজ কয়েছ আহমদ, হাফিজ এখলাছুর রহমান, মাওলানা আবুল হুসেন, হাফিজ সিরাজ উদ্দীন, মাওলানা আব্বাস জালালী, মাওলানা মুজিবুর রহমান, ক্বারী মৌলভী মুশার্রাফ হুসাইন, মাওলানা হাফেজ মুজাক্কিরুল হক তালুকদার, মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, মাওলানা নুর আহমদ কাসেমী, মাওলানা মুহি উদ্দিন, মুফতি বুরহান উদ্দীন, মাওলানা মামুনুর রশীদ, মুফতি শামসুল ইসলাম, মুফতি ফুজায়েল আহমদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মস্তফা নাদিম, মাওলানা আবিদ হাসান, মাওলানা আজমল, মাওলানা আব্দুল্লাহ শাহজাহান, মাওলানা লিয়াকত হুসাইন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা বদরুল ইসলাম, জনাব তাহসিন চৌধুরী, জনাব হিজকিল গুলজার, জনাব আব্দুল ফাত্তাহ, ডাক্তার হেলাল আহমদ, জনাব আব্দুল মালিক মারুফ, মাওলানা আব্দুল হাদী চৌধুরী, মাওলানা আব্দুল আহাদ নুমানী, জরাব শাহেদ আহমদ, মাওলানা আবুল হুসেন চতুলী, মাওলানা আব্দুল হান্নান, জনাব আব্দুল করিম, হাফিজ মাহমুদ, মাওলানা আব্দূল কাইয়ুম, মাওলানা মুহিবুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মুহিত, মাওলানা আব্দুল হালিম, আহমদুল হক ফয়েজী, রফিকুল ইসলাম বাদল, মনিরুল ইসলাম ফোয়াদ, মাওলানা আজহারুল ইসলাম চৌধুরী।
মো. রেজাউল হক ডালিম/এমবি