Logo

সারাদেশ

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মর্মান্তিক মৃত্যু

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:৪৫

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মর্মান্তিক মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা। সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।

এদিকে, দুর্ঘটনায় আহত রবি বুনার্জী (২০) নামের একজনকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে কয়েকজন তরুণ একটি সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন। কিছুক্ষণ পর সাড়া না পেয়ে আশপাশের লোকজন গিয়ে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল বলেন, রাতেই চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারা আগেই মারা গিয়েছিলেন। পরে একজন আহতকে আনা হয়, প্রাথমিক চিকিৎসার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘স্বজনদের কাছ থেকে জেনেছি, তারা সবাই একটি সেপটিক ট্যাংকে নেমেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানতে ময়নাতদন্তের রিপোর্ট অপেক্ষা করতে হবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর