বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সিমকী ইমাম খান

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:৪২

বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে মাঠে সক্রিয় দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান | ছবি : সংগৃহীত
বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে মাঠে সক্রিয় দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে গিয়ে এসব দফা প্রচার করছেন।
তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ হিসেবে পরিচিত এ ৩১ দফায় রাজনৈতিক সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক ন্যায়বিচারসহ বিভিন্ন জাতীয় ইস্যু তুলে ধরা হয়েছে। বিএনপি বলছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণকে সঙ্গে নিয়েই এ রূপরেখা বাস্তবায়নের পথে এগোতে চায় তারা।
সিমকী ইমাম খান বলেন, এই ৩১ দফায় শহীদ পরিবার, সাধারণ মানুষ, স্বাধীনতা ও গণতন্ত্রের কথা আছে। আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে দফাগুলোর ব্যাখ্যা তুলে ধরছি। জনগণের মধ্যেই এই দফাগুলোর প্রতি স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে।
তিনি আরও বলেন, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। কিন্তু কোনো বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কঠোর অবস্থানে যেতে হবে। বিএনপি বিশ্বাস করে, জনগণের ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হতে হবে, কোনো চক্রান্তের মাধ্যমে নয়।
প্রসঙ্গত, সিমকী ইমাম খান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি। শেখ হাসিনার রোষানলের শিকার হয়ে দীর্ঘ ১৬ বছর মিথ্যা মামলা, হত্যার হুমকি, একাধিকবার হামলাসহ বিভিন্ন রকম নির্যাতনের স্বীকার হন সিমকী। তারপরও ভয় না পেয়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন। দাঁড়িয়েছেন উল্লাপাড়া উপজেলার নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে। এলাকার উন্নয়নেও তার ভূমিকা লক্ষ্যণীয়।
একসময় তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এবং উল্লাপাড়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে ঘোষিত রূপরেখা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সারাদেশেই চলছে লিফলেট বিতরণ কর্মসূচি। এরই অংশ হিসেবে উল্লাপাড়ায় এই প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান।