পুলিশের লুট হওয়া অস্ত্র মিলল কেএনএফ’র আস্তানায়

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:৪৯
---2025-07-10T113202-686f5453dba00.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দীর্ঘ ১৫ মাস পর রুমায় ব্যাংক ডাকাতির সময় পুলিশের লুট হওয়া ২ টি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। গত ৩ জুলাই রুমা উপজেলার মুননুয়াম পাড়ায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফ’র কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ ও নানা সরঞ্জামের মধ্যে একটি এসএমজি ও একটি চায়না রাইফেল পুলিশের লুট হওয়া অস্ত্র।
বুধবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র গুলো আমরা জব্দ তালিকার সাথে অস্ত্রের নাম্বার মিলিয়ে দেখার পর নিশ্চিত হয়েছি একটি এসএমজি ও একটি চায়না রাইফেল ব্যাংক ডাকাতির সময় কেএনএফ লুট করে নিয়ে যাওয়া অস্ত্র।
গত ২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুন্নুয়াম পাড়ায় কেএনএফ’র সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী এসময় সেনাবাহিনীর সাথে কেএনএফ সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় একজন কমান্ডারসহ ২ সন্ত্রাসী নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে ৩ টি অত্যাধুনিক এসএমজি ১ টি চাইনিজ রাইফেল ৩৬৪ রাউন্ড এ্যামুনিশেন ওয়াকিটকি মোবাইল নগদ অর্থসহ বেশ কিছু সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার করে। পরে উদ্ধারকৃত অস্ত্র গুলো যাচাই বাছাই করার পর রুমা ও ধানচিতে ব্যাংক ডাকাতির সময় লুট হওয়া পুলিশের ২ টি অস্ত্র শনাক্ত করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২ এপ্রিল কেএনএফ সন্ত্রাসীরা রুমা সোনালী ব্যাংকে হামলা করে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় এবং পুলিশ ও আনসার সদস্যদের ১৪ টি অস্ত্র লুট করে নিয়ে যায়।
সোহেল কান্তি নাথ/এমআই