Logo

সারাদেশ

মির্জাপুর ক্যাডেট কলেজ : ৫০ শিক্ষার্থীর ৪৪ জনই পেলেন গোল্ডেন জিপিএ-৫

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৬:১৯

মির্জাপুর ক্যাডেট কলেজ :  ৫০ শিক্ষার্থীর ৪৪ জনই পেলেন গোল্ডেন জিপিএ-৫

ছবি : বাংলাদেশের খবর

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ।

এ বছর প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণ করা ৫০ জন পরীক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ-৫। এর মধ্যে ৪৪ জন শিক্ষার্থী অর্জন করেছে গোল্ডেন জিপিএ-৫।

ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসে আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ কর্নেল এস.এম ফয়সাল বলেন, ‘এটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা আনন্দিত যে বরাবরের মতো এবারও সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আশা করি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।’

রাব্বি ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর