Logo

সারাদেশ

বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৬ শতাংশ, জিপিএ-৫ কমেছে

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৬:২৮

বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৬ শতাংশ, জিপিএ-৫ কমেছে

ছবি : বাংলাদেশের খবর

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৩৮ শতাংশে। গত বছর এই হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফলাফলের পরিসংখ্যান প্রকাশ করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল বিভাগের ছয় জেলার ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

জিপিএ-৫ ও পাসের হারে এবারও মেয়েরা এগিয়ে রয়েছে। বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে পিরোজপুর জেলা।

শিক্ষাবিদদের মতে, পাঠ্যবই পরিবর্তন, সিলেবাসে জটিলতা এবং প্রস্তুতির ঘাটতি এবারের খারাপ ফলাফলের অন্যতম কারণ হতে পারে।

জে আই জুয়েল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর