Logo

সারাদেশ

এসএসসিতে কুমিল্লা বোর্ডের ফলাফলে ভরাডুবি

পাসের হার কমে ৬৩ শতাংশ, জিপিএ-৫ কমেছে প্রায় তিন হাজার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৬:৩৬

এসএসসিতে কুমিল্লা বোর্ডের ফলাফলে ভরাডুবি

ছবি : বাংলাদেশের খবর

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। পাসের হার, জিপিএ-৫ এবং শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যায় আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে।

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬০ শতাংশে। যা গত বছরের ৭৯ দশমিক ২৩ শতাংশ থেকে ১৫ দশমিক ৬৩ শতাংশ কম।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী। যেখানে গত বছর ছিল ১২ হাজার ১০০ জন। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৯৮টি থেকে নেমে এসেছে ২২টিতে।

ফলাফল নিয়ে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, ‘করোনাকালে পাঠদান ঘাটতি, নতুন প্রশ্ন কাঠামো এবং অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্বল প্রস্তুতি এ ফলাফলের জন্য দায়ী। শিক্ষার্থীরা এখনো পুরোপুরি বইমুখী হতে পারেনি।’

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ বলেন, ‘আমাদের স্কুলের ফল ভালো হলেও পুরো বোর্ডের চিত্র উদ্বেগজনক। শিক্ষার্থীরা নতুন প্রশ্ন কাঠামো ও বই অনুযায়ী ঠিকভাবে প্রস্তুতি নিতে পারেনি।’

নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার বলেন, ‘মেয়েদের ফল তুলনামূলক ভালো হলেও অনেক শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে ওঠেনি। অভিভাবকদেরও আরও মনোযোগী হওয়া দরকার।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর