জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাস, সবাই জিপিএ-৫

মাহফুজ রহমান, জয়পুরহাট
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৬:৪১
-686f98ef09066.jpg)
ছবি : বাংলাদেশের খবর
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ফলাফল কলেজের গত কয়েক বছরের ধারাবাহিক সাফল্যের অংশ। কলেজ পরিচালনা পরিষদের দিকনির্দেশনা এবং অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হকের তত্ত্বাবধানেই শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করেছে।
ক্যাডেট কলেজগুলোর সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন শিক্ষার্থীরা। এ সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক এবং কলেজ কর্তৃপক্ষের সহযোগিতা ছিল বলেও তারা উল্লেখ করে।
অধ্যক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও কলেজের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।
এআরএস