গৌরনদীতে টানা বর্ষণে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৬:৫৫
-686f9c15c244c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চারদিনের টানা ভারি বর্ষণে বরিশালের গৌরনদী উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে পৌর এলাকা ও বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে বাসাবাড়ি ও গ্রামীণ রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও কৃষিজমি।
পৌর এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, খাল-ডোবা ভরাট হয়ে যাওয়া এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পৌর প্রশাসন কাজ শুরু করেছে বলে জানা গেছে।
গৌরনদী বাসস্ট্যান্ড, টরকী বন্দর ও উপজেলা চত্বরে লোকসমাগম কমে গেছে। রিকশাচালক, নির্মাণ শ্রমিক ও কৃষিশ্রমিকদের আয় বন্ধ হয়ে গেছে।
রিকশাচালক কালু বলেন, ‘সারাদিন দাঁড়িয়ে থেকেও যাত্রী পাই না। ভাড়া না পেয়ে চাল-ডাল কেনাও কঠিন হয়ে গেছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, ভারি বৃষ্টিতে উপজেলার গ্রামীণ সড়কের প্রায় ১০ কিলোমিটার কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কিলোমিটার সড়ক ধসে পড়েছে এবং আরও ৭ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম জানান, আমনের বীজতলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টিতে ১৭৫ হেক্টর জমির বীজতলা ডুবে গেছে। এছাড়া ৫ হেক্টর জমির শাকসবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি জানান, পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এআরএস