বগুড়ায় স্ত্রীকে ছুরি মেরে হত্যা, ঢাকায় ধরা পড়ল স্বামী ও প্রেমিকা

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৬:৫৮
-686f9ce3f156d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার উত্তর চেলোপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী ববি খাতুন (২২) হত্যার ঘটনায় স্বামী ও তার পরকীয়া প্রেমিকাকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় ঢাকার সাভার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী স্বামী রোহান ও তার পরকীয়া প্রেমিকা মোছা. বেলী বেগম। বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার এম আবুল হাশেম সবুজ।
র্যাব জানায়, গত ২৫ মে রাতে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী রোহান ববিকে মারধর করে। একপর্যায়ে তার পেটে ছুরি মেরে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। ববির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত ববির মা বাদী হয়ে রোহানসহ ছয়জনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেন। রোহান ও বেলী বেগম ওই মামলার ১ ও ৪ নম্বর পলাতক আসামি ছিলেন।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এআরএস