মেলখুম ট্রেইলে ঘুরতে গিয়ে ফেনীর দুই পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:০৩
-686f9dfb22e62.jpg)
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় পর্যটক প্রবেশে নিষিদ্ধ মেলখুম ট্রেইলে বেড়াতে গিয়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি দল তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন—ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী আরফান গালিব (২২) ও ইব্রাহিম হৃদয় (২২)। তারা দুজন বন্ধু এবং ফেনী থেকে মেলখুম ট্রেইলে ঘুরতে গিয়েছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে তিন বন্ধু মেলখুম ট্রেইলে যান। সেখানে স্থানীয় আরও দুই যুবক তাদের সঙ্গে যোগ দেন। ছবি তোলার সময় এক বন্ধুর ব্যাগ নিচে পড়ে গেলে তা আনতে গালিব ও হৃদয় নিচে নামেন। তখনই তারা দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় আহত যুবক সৈকত ইসলাম মিরাজ জানান, ‘এক বন্ধুর ব্যাগ পড়ে গেলে গালিব ও হৃদয় তা তুলতে গিয়ে ট্রেইলের ভেতরে পড়ে যান।’
বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘দুই তরুণ নিখোঁজ হওয়ার পর বুধবার দুপুরে উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।’
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক জিএম তাজ উদ্দিন পলাশ বলেন, ‘বর্ষাকালে মেলখুম ট্রেইলে যাওয়া নিষেধ থাকা সত্ত্বেও তারা সেখানে গিয়েছিলেন। দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে পুরো প্রতিষ্ঠান শোকাহত।’
এআরএস