সলঙ্গায় ফেনসিডিলসহ মাদককারবারি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:০৬
-686f9eb088a1c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। গ্রেপ্তার ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেনসিডিল পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৯ জুলাই) বিকেল ৫টা ৫ মিনিটে সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারস্থ নিউ মায়ের আচল হোটেলের সামনে ঢাকা-গামী পাকা সড়কে অভিযান চালায়। অভিযানে এক ব্যক্তি ফেনসিডিলসহ ধরা পড়ে।
গ্রেপ্তার হওয়া মাদককারবারির নাম মো. দুলাল ফকির (২৯)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মণ্ডলপাড়া গ্রামের মো. আব্দুর রহিম ফকিরের ছেলে।
র্যাব জানায়, দুলাল ফকির ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ আটক হন। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে গাড়িযোগে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির মিডিয়া কর্মকর্তা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এআরএস