Logo

সারাদেশ

রূপগঞ্জে এক সপ্তাহে ৪০০ জ্বরাক্রান্ত রোগী হাসপাতালে

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:১৭

রূপগঞ্জে এক সপ্তাহে ৪০০ জ্বরাক্রান্ত রোগী হাসপাতালে

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভাইরাসঘটিত জ্বর, বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও সাধারণ সর্দি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

গত এক সপ্তাহে উপজেলায় অন্তত ৪০০ জন রোগী জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য বিভাগের মতে, এদের মধ্যে অনেকে ডেঙ্গু সন্দেহে রক্ত পরীক্ষা করিয়েছেন।

এ পরিস্থিতিতে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে রোগীর চাপ বেড়েছে। প্রতিদিনই চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেশির ভাগ মহল্লায় একাধিক ব্যক্তি জ্বরে আক্রান্ত হচ্ছেন। অনেকের জ্বর তিন দিনের বেশি স্থায়ী হওয়ায় তারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন।

স্কুলশিক্ষার্থী সিয়াম (৫)-এর মা আসমা আক্তার বলেন, ‘তিন দিন ধরে ছেলের জ্বর। ওষুধেও কাজ হচ্ছিল না। পরে বাধ্য হয়ে হাসপাতালে এসেছি। এখন পরীক্ষা করানো হচ্ছে।’

ভুলতা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘আমার স্ত্রীর কয়েক দিন ধরে জ্বর। ফার্মেসির ওষুধেও ভালো না হওয়ায় হাসপাতালে এসেছি। এখানে এসে দেখি প্রচুর মানুষ এসেছে।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস বলেন, ‘সাম্প্রতিক বৃষ্টিপাত ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ভাইরাসজ্বর বাড়ছে। অনেক ক্ষেত্রে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার লক্ষণও দেখা যাচ্ছে। বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু ও বৃদ্ধরা।’

তিনি আরও বলেন, ‘জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ বিশেষ টিম গঠন করেছে। আক্রান্ত এলাকায় ফগিং চলছে এবং সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর