Logo

সারাদেশ

চরফ্যাসনের দুই স্কুলে এসএসসিতে কেউ পাস করেনি

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:২৪

চরফ্যাসনের দুই স্কুলে এসএসসিতে কেউ পাস করেনি

ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাসন উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কেউ পাস করতে পারেনি। ফলাফলে পুরোপুরি ব্যর্থতার কারণে স্থানীয় শিক্ষাব্যবস্থার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত শামীম মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর ৭ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করে, পরীক্ষায় অংশ নেয় ৬ জন। তবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

এদিকে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ফরিদাবাদ জুনিয়র হাই স্কুল থেকে ২৭ জন শিক্ষার্থী নিবন্ধিত করে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৪ জন। তারাও সবাই ফেল করে।

শতভাগ ব্যর্থতা এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান, শিক্ষক উপস্থিতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতির মান নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। অভিভাবক ও এলাকাবাসী বলছেন, এই অবস্থার দ্রুত উন্নয়নে শিক্ষা বিভাগকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ফাহিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর