Logo

সারাদেশ

কলাপাড়ায় আহত সাপের এক্স-রে করল পরিবেশকর্মীরা

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:৩২

কলাপাড়ায় আহত সাপের এক্স-রে করল পরিবেশকর্মীরা

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত একটি কাল নাগিনী সাপের এক্স-রে করেছে পরিবেশবাদী সংগঠন ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’। আহত অবস্থায় উদ্ধার করা সাপটির হাড়ে ফাটল রয়েছে বলে এক্স-রেতে ধরা পড়েছে।

সাপটি গতকাল রাত ১০টার দিকে পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। এক্স–রের মাধ্যমে দেখা যায়, সাপটির মাঝ বরাবর হাড়ে ফাটল ধরেছে।

এর আগে সকালে আমতলীর পূজাখোলা এলাকায় গ্রামবাসীর লাঠিপেটার হাত থেকে সাপটিকে উদ্ধার করেন সংগঠনের সদস্যরা। তিন ফুট দৈর্ঘ্যের প্রাপ্তবয়স্ক ডোরাকাটা এই সাপটি লাল, সবুজ ও কালো রঙের।

সংগঠনটির কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, ‘উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিকের সহায়তায় এক্স–রে করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সাপটিকে ঢাকায় পাঠানো হবে।’

বন্যপ্রাণী সংরক্ষণে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ সচেতন ব্যক্তিরা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর