Logo

সারাদেশ

শ্যামনগরে সুপেয় পানির সংকট মোকাবিলায় উদ্যোগ, ৫৯৯ ট্যাংক দিচ্ছে বারসিক

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:৪১

শ্যামনগরে সুপেয় পানির সংকট মোকাবিলায় উদ্যোগ, ৫৯৯ ট্যাংক দিচ্ছে বারসিক

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর জন্য বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে এসব ট্যাংক বিতরণ করা হয়।

বারসিকের বাস্তবায়নে এবং নেটজ্ বাংলাদেশের সহায়তায় ‘জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ)’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন বারসিকের উপজেলা সমন্বয়কারী মননজয় মণ্ডল।

প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ জানান, শ্যামনগর ও আশাশুনি উপজেলার আটটি ইউনিয়নে ৫৯৭টি ১ হাজার লিটারের ও ২টি ৩ হাজার লিটারের পানির ট্যাংক বিতরণ করা হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর