ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, ঘরবাড়ি-রাস্তাঘাট প্লাবিত

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৮:০০
-686fab57bfe8b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর ছাগলনাইয়ায় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সরেজমিন দেখা গেছে, পুরাতন ঢাকা-চট্টগ্রাম সড়কের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় আগেই পানি উঠলেও ছাগলনাইয়া বুধবার থেকে প্লাবিত হতে শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি ঢলের তীব্রতা এবং নদীর পানি বৃদ্ধিই বন্যা পরিস্থিতির মূল কারণ। তারা বলছেন, ২৪ ও ২৫ সালের মতো টানা দুই বছর এমন ভয়াবহ বন্যা আগে দেখেননি।
বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন, নৌপথে যাতায়াতে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। ফেনীগামী যাত্রী করিমুল হক বলেন, ‘২০ টাকার ভাড়া এখন ১৫০ টাকা চাচ্ছে চালকরা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা জানান, ‘বুধবার সন্ধ্যার পর কিছু এলাকায় পানি বেড়েছে। তবে আজ বৃষ্টি না হলে পানি নামতে শুরু করবে। পাশাপাশি শুকনা খাবার দুর্গতদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।’
এম. এমরান পাটোয়ারী/এআরএস