-686fac8941df0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৫২ শিক্ষার্থীর মধ্যে ৫১ জনই জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া জেলার ছয়টি উপজেলার এসএসসি ও দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৩২ জন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর ফেনী জেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৬ হাজার ৪৪২ জন। পাস করেছে ১০ হাজার ৯৬৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১,১২৫ জন। শতভাগ পাস করেছে ছয়টি প্রতিষ্ঠান।
দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ৫ হাজার ৮১২ জন। কৃতকার্য হয়েছে ৪ হাজার ৬১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন।
ফেনী পাইলট হাই স্কুল থেকে ৩২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৩ জন জিপিএ-৫ পেয়েছে। করইয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন। ফেনী পুলিশ লাইন্স স্কুল থেকে ১৮ জন, হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ১৩ জনের সবাই পাস করেছে। স্টার লাইন স্প্রাউট স্কুল থেকে ৮ জনের মধ্যে ২ জন জিপিএ-৫ পেয়েছে।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘সুশৃঙ্খল পরিবেশ, দক্ষ শিক্ষক ও অভিভাবকদের সহায়তা ভালো ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘জেলার সার্বিক ফলাফল সন্তোষজনক। পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাই।’
এআরএস