Logo

সারাদেশ

বগুড়ায় এসএসসি পরীক্ষায় ‘কেন্দ্রীয় ভুল’, ৮৭৯ জনের ফল বিপর্যয়!

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৮:২৩

বগুড়ায় এসএসসি পরীক্ষায় ‘কেন্দ্রীয় ভুল’, ৮৭৯ জনের ফল বিপর্যয়!

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ায় এসএসসি পরীক্ষায় ‘ক্যারিয়ার’ বিষয়ে কেন্দ্রীয় ভুলের কারণে ৮৭৯ জন পরীক্ষার্থী বি-গ্রেড পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পরীক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর বগুড়া জিলা স্কুল কেন্দ্রে এই ভুলের অভিযোগ তুলে শিক্ষার্থী ও অভিভাবকেরা জিলা স্কুল চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ জানান।

জানা যায়, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল, ওয়াইএমসি স্কুল ও বগুড়া পৌর হাইস্কুলের মোট ৮৭৯ জন পরীক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষা দেয়। ক্যারিয়ার বিষয়ে তারা প্রত্যাশার তুলনায় অনেক কম নম্বর পেয়েছেন। 


ভুক্তভোগী শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘ক্যারিয়ার বিষয়ের নম্বর ভুলভাবে দেওয়া হয়েছে। ৫০ নম্বরের জায়গায় ২৫ নম্বর ধরা হয়েছে। এতে জিপিএ কমে গেছে। ভালো কলেজে ভর্তি হতে সমস্যা হবে।’

এক অভিভাবক বলেন, ‘আমার ছেলে সব বিষয়ে ভালো ফল করেছে। শুধু ক্যারিয়ারে হঠাৎ ২৫ পেয়েছে, এটা মেনে নেওয়া যায় না।’

বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমা নাসরিন বাংলাদেশের খবরকে বলেন, ‘ফল প্রকাশের পর বুঝতে পারি ক্যারিয়ার বিষয়ের নম্বর এন্ট্রিতে ভুল হয়েছে। বিষয়টি বোর্ডকে জানিয়েছি। সমাধানের চেষ্টা চলছে।’

বিক্ষোভকারীরা দ্রুত ফল পুনর্মূল্যায়ন ও সংশোধনের দাবি জানান। এক পর্যায়ে শিক্ষার্থীরা জিলা স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে।

এ বছর এসএসসি ফলাফলে জেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে বগুড়া জিলা স্কুল, দ্বিতীয় বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় অবস্থানে আছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

জুয়েল হাসান/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর