চরফ্যাসনে স্ত্রীকে বোরকা পরে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৮:৪০

গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ভোলার চরফ্যাসনে স্ত্রীকে অপহরণ করে তিন ঘণ্টা ধরে নির্জন ঘরে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযোগকারী নারী বর্তমানে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে চরফ্যাসন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমাইয়াকে সিএনজিতে তুলে নেয় তার স্বামী ফরহাদ। বোরকা পরে নারী সেজে ফরহাদ নিজেই ওই সিএনজিতে ছিলেন। পৌর শহর থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে সুমাইয়াকে তার বাড়ির একটি নির্জন ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়।
সুমাইয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই ফরহাদ মাদকাসক্ত ছিলেন এবং তাকে প্রায়ই মারধর করতেন। মাদক নির্যাতনে অতিষ্ঠ হয়ে আট মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে ফিরে যান তিনি।
ঘটনার দিন নির্যাতনের একপর্যায়ে তার গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন সুমাইয়া। পরে কোনোমতে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন তিনি। সেখানকার বাসিন্দারা তার পরিবারকে খবর দিলে তারা গিয়ে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সুমাইয়ার বাবা হাবিবুল্লাহ বলেন, ‘জামাতা মাদকাসক্ত হওয়ায় আগেই মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিলাম। কিন্তু আজকের ঘটনার পর তার উপযুক্ত বিচার চাই।’
অভিযুক্ত ফরহাদ ঘটনার পর থেকে পলাতক। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইফতেখার বলেন, ‘এবিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ হাসপাতাল গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলবে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ফাহিম/এআরএস