Logo

সারাদেশ

কুয়াকাটা সৈকতের সৌন্দর্য নষ্ট করছে ঝুপড়ি ঘর

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৮:৪৭

কুয়াকাটা সৈকতের সৌন্দর্য নষ্ট করছে ঝুপড়ি ঘর

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে সৈকতের রক্ষা বাঁধের ওপর গড়ে ওঠা শত শত ঝুপড়ি ঘর। পর্যটনকেন্দ্র হিসেবে কুয়াকাটার পরিবেশ দিন দিন নান্দনিকতা হারাচ্ছে, যা পর্যটকদের কাছে বিরূপ প্রভাব ফেলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে বাঁধের ওপরে কয়েকটি ছোট ঘর নির্মাণ করা হলেও সময়ের সঙ্গে সেগুলো সেরেপাল ও টিনের ছাউনিতে সম্প্রসারিত হয়েছে। গড়ে উঠেছে চা-স্টল, ফাস্টফুড কর্নারসহ নানা অস্থায়ী দোকান।

ঢাকা থেকে আসা পর্যটক সাকিব আহমেদ বলেন, ‘ঝুপড়ি ঘরগুলো যেখানে-সেখানে গড়ে উঠেছে। এটা সৈকতের সৌন্দর্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।’

এ বিষয়ে কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, ‘ব্যবসায়ীদের নির্দিষ্ট এলাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া জরুরি, যাতে সৈকতের পরিবেশ বজায় থাকে।’

বিশেষজ্ঞরা বলছেন, কুয়াকাটা এখনও একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যানের আওতায় আসেনি। খাসজমি দখল, রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা ও নিয়মিত তদারকির অভাব এই সংকট বাড়াচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘মাননীয় ভূমি উপদেষ্টা স্যারের কঠোর নির্দেশনায় অচিরেই খাসজমি উদ্ধারে অভিযান চালানো হবে।’

কুয়াকাটার ‘সানরাইজ ও সানসেট পয়েন্ট’ হিসেবে সম্ভাবনা ধরে রাখতে এখনই পরিকল্পিত পদক্ষেপ ও ঝুপড়ি ঘর উচ্ছেদ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর