লামায় পাহাড়ধসের শঙ্কায় সব রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা

লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৮:৫৫
-686fb82f8013a.jpg)
ছবি : সংগৃহীত
বান্দরবানের লামা উপজেলায় বৈরী আবহাওয়ার কারণে পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় সব পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন বলেন, ‘টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢালুতে থাকা রিসোর্টগুলোতে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। প্রাণহানি এড়াতে ১০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার ৬০-৬৫টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ থাকবে।’
তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হলে রিসোর্টগুলো পুনরায় খুলে দেওয়া হবে।
এর আগে ১ জুন বৈরী আবহাওয়ার কারণে একইভাবে লামার সব রিসোর্ট সাময়িকভাবে বন্ধ করে দেয় প্রশাসন।
এআরএস