Logo

সারাদেশ

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:০১

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাঁওতাল আদিবাসী ও বাঙালি জনতা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

পরে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে।

এসময় বক্তব্য দেন এম এ মতিন মোল্লা, জাহাঙ্গীর আলম ডাব্লিউ, ডা. শুভ, আকরাম হোসেন রাজু ও মাকসুদ।

খবর পেয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর