Logo

সারাদেশ

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:০৬

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি : সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় লাবণ্য আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লাবণ্য নুরপুর গ্রামের শিক্ষক আশরাফুল আলমের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন লাবণ্য। একপর্যায়ে পরিবারের অজান্তে নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন।

পলাশবাড়ী থানার ওসি মো. জুলফিকার আলী ভুট্টু জানান, মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সচেতন মহল পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর