Logo

সারাদেশ

সরাইলে নিজস্ব অর্থে রাস্তা মেরামত করছে গ্রামবাসী

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:০৯

সরাইলে নিজস্ব অর্থে রাস্তা মেরামত করছে গ্রামবাসী

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধীতপুর দক্ষিণ এলাকায় এলাকাবাসীর চাঁদা ও স্বেচ্ছাশ্রমে কাঁচা রাস্তা মেরামতের কাজ চলছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে স্থানীয় কাজী মোহাম্মদ হোসেনের নেতৃত্বে বাসিন্দারা নিজেরাই ইট ফেলে রাস্তায় তৈরি হওয়া গর্ত ও খানা-খন্দ সংস্কার করতে দেখা যায়।

এলাকাবাসী জানান, শাহবাজপুর ইউনিয়নের ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রধান এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও শিক্ষার্থীরা চলাচল করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

উদ্যোক্তা কাজী মোহাম্মদ হোসেন জানান, ধীতপুরের প্রায় দুই কিলোমিটার সড়ক ৫৪ বছরেও পাকা হয়নি। তাই স্থানীয়ভাবে চাঁদা তুলে রাস্তার সংস্কারে নেমেছেন তারা। পাশাপাশি একটি ব্রিক ফিল্ড কিছু ইট দিয়ে সহযোগিতা করেছে।

তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের কাছে সরকারি সহায়তার আবেদন জানানো হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর