-686fbcb84ebc6.jpg)
সাতখামার উচ্চ বিদ্যালয়ের মূল ফটক। ছবি : বাংলাদেশের খবর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতখামার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফলে ৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা গেছে, এটি জেলার একমাত্র প্রতিষ্ঠান যেখানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
বিদ্যালয়ের এমন ফলাফলে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এক অভিভাবক বলেন, ‘আমরা খুবই হতাশ। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে শিক্ষা বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ বিষয়ে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ জানান, ‘বিদ্যালয়টি সদ্য এমপিওভুক্ত হয়েছে। শিক্ষকদের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। আমরা তদন্ত করছি এবং আগামী বছর ভালো ফলের জন্য পরিকল্পনা নিচ্ছি।’
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ১০ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী কর্মরত। একসময় ভালো ফলাফলের জন্য পরিচিত প্রতিষ্ঠানটির এমন অবস্থায় স্থানীয় পর্যায়ে হতাশা বিরাজ করছে।
প্রদীপ রায় জিতু/এআরএস