বন্যায় বিপর্যস্ত ফেনী : সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:২৪
-686fbf1d91d9b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বহু এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনী মাঠে নেমেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফেনী সেনা ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
পরশুরাম ও ফুলগাজী সেনা ক্যাম্পে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন ও লাইফ জ্যাকেট সরবরাহ করা হয়েছে। যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজে ব্যবহৃত হবে।
দুর্যোগকালীন স্বাস্থ্যসেবার জন্য সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করেছে। এর আগে ৮ জুলাই জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সমন্বয় সভা করে সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো জরুরি সহায়তার জন্য ফেনী জেলা প্রশাসনের বন্যা মনিটরিং সেল হেল্পলাইন ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
গত সোমবার থেকে ভারী বৃষ্টি ও ঢলের পানির চাপে ফুলগাজী ও পরশুরামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০টি স্থান ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ে। এর ফলে শতাধিক গ্রাম প্লাবিত হয়ে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।
দুর্গত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ বন্ধ রয়েছে। ফেনী-ফুলগাজী-পরশুরাম এবং ফেনী-ছাগলনাইয়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
উদ্ধার ও ত্রাণ তৎপরতায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও স্বেচ্ছাসেবকরাও অংশ নিয়েছে।
এআরএস