ফুটবল খেলায় শিশুদের মারামারি, পরিবারের ৪ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:৩২
-686fc0d3674b5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে বিরোধের জেরে একটি পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই পরিবারটি দাবি করেছে, ঘটনাটি তুচ্ছ হলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের টিটিহি পাড়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মনসুর আলী। এসময় তার স্ত্রী কহিনুর বেগম, বোন প্রমিলা বেগম এবং প্রতিবেশী রাশেদুজ্জামান লিটনও উপস্থিত ছিলেন।
মনসুর আলীর দাবি, ১ জুলাই টিটিহি পাড়ার ঝালিংগীগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশুদের ফুটবল খেলায় হাতাহাতির ঘটনা ঘটে। খেলায় অংশ নেয় তার ছেলে এবং রায়পাড়া গ্রামের আইনজীবী সনেটের ভাতিজা। বিষয়টি শিশুদের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও পরে আইনজীবী সনেটের সঙ্গে তাদের পরিবারের বাকবিতণ্ডা হয় এবং সেটি সংঘর্ষে রূপ নেয়।
মনসুর আলীর অভিযোগ, ঘটনার জেরে আইনজীবী সনেট ও তার অনুসারীরা তাদের বাড়িতে হামলা চালায় এবং আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পাশাপাশি সম্প্রতি মাগুরমারী বাজারে মানববন্ধন করে ‘মিথ্যা অভিযোগের ভিত্তিতে’ তাদের সামাজিকভাবে হেয় করার চেষ্টাও চালানো হয়েছে।
তিনি বলেন, ‘শিশুদের খেলার মতো একটি বিষয়কে কেন্দ্র করে একজন প্রভাবশালী ব্যক্তির এমন আচরণ অনভিপ্রেত। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে আইনজীবী সনেট বলেন, ‘আমার পরিবারের ওপর হামলা হয়েছে, তাই আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। বাকি অভিযোগগুলো সত্য নয়।’