Logo

সারাদেশ

সিএনজি-অটোর দখলে চাতরী চৌমুহনী মোড়, ভোগান্তিতে হাজারো মানুষ

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:৪৩

সিএনজি-অটোর দখলে চাতরী চৌমুহনী মোড়, ভোগান্তিতে হাজারো মানুষ

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম ব্যস্ত এলাকা চাতরী চৌমুহনী সিইউএফএল মোড়ে এলোমেলোভাবে পার্কিং করা সিএনজি ও অটোরিকশার কারণে প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্ধারিত জায়গায় সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড করতে বললেও চালকরা তা মানছেন না। বরং মোড়ের আশপাশেই অবৈধ স্ট্যান্ড গড়ে তোলে যাত্রী পরিবহন চালিয়ে যাচ্ছেন। এতে করে সড়কের উভয় পাশে প্রায় ২০-৩০টি যানবাহন দাঁড়িয়ে থাকে, যার ফলে মোড়ে যানজট লেগেই থাকে।

এছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা, ট্রাফিক পুলিশের অনিয়মিত তদারকি এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠা দোকানপাটও পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

আনোয়ারা সিএনজি মালিক সমিতির সভাপতি মো. বদরুল হক বলেন, ‘যতদিন পর্যন্ত মোড়ের অবৈধ দোকান উচ্ছেদ না করা হবে এবং সিএনজি ও অটোরিকশার জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা নেওয়া না হবে, ততদিন সমস্যার সমাধান হবে না।’

এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক কর্মকর্তা (টিআই) আবুল কালাম আজাদ বলেন, ‘যানজট নিরসনে আমরা কাজ করছি।’

তবে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি একটু অফিসে এসে দেখে যান।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর