মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে ছাই

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:৫৩
-686fc5efe0984.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলী দক্ষিণপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়ইটার দিকে সোহাগ মিয়ার বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রতিবেশী দুলাল মিয়া ও আব্দুল মান্নানের বাড়িসহ মোট ছয়টি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়।
আগুনে আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডাল, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করেছেন।
খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ওয়্যারিং ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তার জন্য আবেদন করেছেন।
এআরএস