Logo

সারাদেশ

পটিয়ায় সিসিটিভিতে ধরা পড়ল গরু চুরির দৃশ্য

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:৫৮

পটিয়ায় সিসিটিভিতে ধরা পড়ল গরু চুরির দৃশ্য

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় ফের গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআর্টি গ্রামের আমিনুর রহমান মেম্বারের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। চুরির পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

বৃহস্পতিবার সকালে গরুর মালিক থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী আমিনুর রহমান জানান, ‘মঙ্গলবার রাতে বিদ্যুৎ ছিল না, সঙ্গে ভারী বৃষ্টিও হয়। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনজনের একটি দল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে গোয়ালঘরের তালা ভেঙে দুটি গরু নিয়ে যায়।’

তিনি বলেন, ‘প্রতিদিনের মতো গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়ি। বাড়ির চারপাশে বাউন্ডারি থাকলেও চোরেরা প্রধান ফটক দিয়েই প্রবেশ করে।’

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ‘গরু চুরির বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের সহযোগিতা পেলে চুরি প্রতিরোধ সহজ হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর