আলফাডাঙ্গায় চরম ফলাফল বিপর্যয়, অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৮:২১

ছবি : বাংলাদেশের খবর
ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় চরম ফলাফল বিপর্যয় ঘটেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল৷ এমন বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদের অবাধে স্মার্টফোন ব্যবহার, অভিভাবকদের উদাসীনতা ও শিক্ষকদের দায়সারা মনোভাবকেই দুষছেন সচেতন মহল।
খোঁজ নিয়ে জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় আলফাডাঙ্গা উপজেলায় পাসের হার মাত্র ৪৮.২৩ শতাংশ। এসএসসিতে উপজেলার মোট ১৭টি বিদ্যালয়ের ১ হাজার ৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৫১৯ জন। অকৃতকার্য হয়েছে ৫৫৭ জন৷ অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩২ জন।
ফলাফলে বরাবরের মতো উপজেলায় সেরা হয়েছে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে সাধারণ বিভাগে ৯৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৮ জন পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন শিক্ষার্থী। অপরদিকে বিদ্যালয়টি থেকে কারিগরিতে ৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৭৪ জনই পাস করেছে। এরমধ্যে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উপজেলায় এ বছর সবচেয়ে ফলাফল খারাপ করেছে জাটিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৪২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ৩২ জন ফেল করেছে। পাস করেছে মাত্র ১০ জন শিক্ষার্থী। শতকরা পাসের হার ২৩.৮১%।
অপরদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে এ উপজেলায় দাখিল পরীক্ষায় ৭টি মাদ্রাসার ২২৯ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৮৪ জন। অকৃতকার্য হয়েছে ৬৩ জন। এতে পাশের হার ৬৩.০০ শতাংশ। তবে মাদ্রাসা বোর্ডের অধীনে এ উপজেলায় কেউ জিপিএ-৫ পায়নি।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘গতবছরের চেয়েও এবার ফলাফল আরও বেশি খারাপ হয়েছে। যেটা আমরা প্রত্যাশা করিনি৷ তবে আগামীতে যাতে ফলাফল ভালো হয় তার জন্য আমরা স্কুলে স্কুলে মনিটরিং জোরদার করবো।’