
কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া এলাকায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া হোমিও কলেজের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার দবির উদ্দিনের ছেলে।
রফিকুলের মা হালিমা খাতুন বলেন, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে রফিকুলের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। আমার ছেলেকে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, সকালে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অটোচালক রফিকুলের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
এ হত্যার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।
এমবি