গাজীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৫:২২
-(2)-6870d7eab6e59.jpg)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে স্থানীয়দের মাধ্যমে ৯৯৯-এ কল পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃত যুবকের আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে ছিল পলো শার্ট ও নীল রঙের জিন্সের প্যান্ট। এলাকাবাসী দুপুরের দিকে সরকারি গজারি বনের ভেতরে মরদেহটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। এরপর এক ঘণ্টার মধ্যে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
মো. দেলোয়ার হোসেন/এমআই