-6870dbe2a0515.jpg)
শেরপুর সীমান্তে ১০ জনকে পুশইন করল বিএসএফ। ছবি : বাংলাদেশের খবর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাটা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১১ জুলাই) সকালে সীমান্ত পিলার ১১১৮/৩-এস এর পাশ দিয়ে ২২ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।
পুশইনকৃতদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। সাতক্ষীরার তালা উপজেলার শাহাজাদপুর গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৩৯) ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়া বিওপি’র সদস্যরা ভারত থেকে পুশইন করা ১০ জনকে পানিহাটা এলাকা থেকে আটক করেন। তারা সবাই একই পরিবারের সদস্য এবং সাতক্ষীরার তালা উপজেলার শাহাজাদপুর গ্রামের বাসিন্দা।
তারা দুই বছর আগে কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং নয়াদিল্লিতে অবস্থান করছিলেন। সম্প্রতি ভারতের পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ও পরিচয়পত্র না থাকায় আটক করে। পরবর্তীতে তিন দিন আগে তাদের বিমানযোগে নয়াদিল্লি থেকে আসাম রাজ্যের গৌহাটিতে পাঠানো হয়। সেখান থেকে পানিহাটা সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, আটককৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শেরপুরের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. শাহরিয়ার শাকির/এমবি