Logo

সারাদেশ

বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৫:৫৫

বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

বাউফলে ইয়াবাসহ ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ হারুন মৃধা (৪৬) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হারুন মৃধা বাউফল উপজেলার নওয়ামালা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও ওয়ার্ড যুবলীগের সভাপতি। হারুন নওয়ামালার ‘নিজ বটকাজল’ এলাকার মৃত হাফেজ আলী মৃধার ছেলে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওয়ামালা ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, হারুন মৃধা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, হারুন মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।

আরিফুল ইসলাম সাগর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর