লামায় অবৈধভাবে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড

লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৫:৫৯
-(4)-6870e07a0e506.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ জন অবৈধভাবে বালু উত্তোলনকারীকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ২টা থেকে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুর শুক্কুরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. আলতাজ মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা জানান, এখনো আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন এই পরিবেশ ধ্বংসের সাথে জড়িত।
জানা যায়, লামা উপজেলায় ফাঁসিয়াখালি ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মহরম আলী, ছাত্রলীগ নেতা শাহারিয়া, যুবলীগ নেতা আলা উদ্দিন, আব্দুস শক্কুর, রমজান আলী, আবুল হোসেন, জসিম ড্রাইভার, কালুসহ বেশ কয়েকজন স্থানীয় প্রভাবশালী একাধিক ব্যক্তি বেপরোয়া বালু উত্তোলনের সাথে জড়িত।
সরেজমিনে দেখা গেছে, এই উপজেলায় সরকারিভাবে কোনো বালু মহল নেই। কিন্তু থেমে নেই অবৈধ বালি উত্তোলন। ফাঁসিয়াখালি ইউনিয়নের বাগাইছড়ি খাল থেকে স্যালো মেশিন দিয়ে নিজেদের ইচ্ছামতো বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য হোসাইন মামুন বলেন, ‘আগে শুধু আওয়ামী লীগের লোকজন অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ছিল, আর এখন বিএনপি আওয়ামী লীগ মিলে এই অবৈধ বালু উত্তোলন করে। বালু উত্তোলনের ফলে কিছুদিন আগে বাগাইছড়ি থেকে ছাগল্লা ঝিরি এলাকার বেইলি সেতু ভেঙ্গে গেছে।’
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করি। আটককৃত ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। লামায় পাহাড় কাটা, পাথর ও বালু উত্তোলনে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’
- বেলাল আহমদ/এমআই