৮০ বছরের আলেকজানের ঘরে বিদ্যুত ও খাবার পৌঁছে দিলেন ইউএনও শাহ আলম

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৬:২৫

ছবি : প্রতিনিধি
নওগাঁর মান্দার মৈনম ইউনিয়নের সদর দক্ষিণ পাড়ার আশি বছর বয়সী বেওয়া আলেকজান সরকারি ঘর পেলেও তাতে বিদ্যুৎ সংযোগসহ খাবারের ব্যবস্থা ছিল না। বিষয়টি জানতে পেরে সরেজমিনে গিয়ে তার ঘরে আলো ও খাবারের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।
শুধু আলেকজানই নন, উপজেলার বিভিন্ন হতদরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যেই মানবিক ইউএনও হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। মাঠপর্যায়ে কাজ করে জনগণের আস্থা অর্জন করেছেন এই কর্মকর্তা।
ইউএনও শাহ আলম মান্দা উপজেলায় যোগদানের পর থেকে ওই এলাকার দৃশ্যপট অনেকটাই বদলে গেছে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করছেন তিনি। এছাড়া তার অফিসে ঢুকতে কোনো অনুমতি লাগে না; যে কেউ ইচ্ছা করলেই দেখা করতে পারেন শাহ আলমের সঙ্গে।
উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ, মাদক, ইভটিজিং, নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ার ব্যবহারের বিরুদ্ধে রয়েছে তার কঠোর নজরদারি। চলতি বছরই তার নেতৃত্বে ৫৬৬ দশমিক ১৩ একর সরকারি সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, উদ্ধার হওয়া জমির মধ্যে রয়েছে:
- কালিসফা মৌজায় ১০৮.৭৫ একর
- মহানগর মৌজায় ১৫৫.১৯ একর
- বিলউথরাইল মৌজায় ২৬৪.৫৫ একর
- বাঁকাপুর মৌজায় ২৩.২৩ একর
- চকবালু মৌজায় নদীর জেগে ওঠা চর এলাকায় ৯.৪১ একর
সব জমিই সরকারি ‘এক নম্বর খতিয়ানভুক্ত’।
পূর্বে এসব জমির দখল নিয়ে প্রতিবছর বোরো মৌসুমে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটতো। এ সমস্যা নিরসনে শাহ আলম মিয়া মাঠপর্যায়ে গিয়ে ‘স্পট গণশুনানি’ করে সমস্যাগুলো চিহ্নিত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন। ফলে এ বছর সংঘর্ষ ছাড়াই শান্তিপূর্ণভাবে জমি উদ্ধার এবং প্রকৃত মালিকদের মধ্যে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
মান্দাবাসীর অনেকেই বলছেন, “শত বছর বেঁচে থাকুন এমন মানবিক ইউএনও।”
এম এ রাজ্জাক/এএ