Logo

সারাদেশ

এসএসসিতে ফেল করায় কুমিল্লায় ছাত্রীর আত্মহত্যা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৭:০৮

এসএসসিতে ফেল করায় কুমিল্লায় ছাত্রীর আত্মহত্যা

এসএসসিতে ফেল করায় কুমিল্লায় স্কুলছাত্রীর আত্মহত্যা। ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার বুড়িচং উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করার হতাশা থেকে প্রভা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রভা আক্তার ইছাপুরা গ্রামের কাতারপ্রবাসী মোস্তফা কামালের মেয়ে। তিনি উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

নিহতের দাদা জাহাঙ্গীর আলম বলেন, প্রভার বাবা প্রবাসে থাকেন। পরীক্ষায় ফেল করার খবর শুনে প্রভা আত্মহত্যা করেছে। প্রভার মৃত্যুর খবরে তার বাবা প্রবাস থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

জানা গেছে, দুপুর ২টায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রভা জানতে পারেন তিনি দুই বিষয়ে ফেল করেছেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন প্রভা। একপর্যায়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর