Logo

সারাদেশ

পটিয়ায় ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৮:০০

পটিয়ায় ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামশেদ হিরু (৪৪)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে রশিদাবাদ গ্রামে একটি কাচারিঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, থানায় মামলা থাকায় শামশেদ হিরু নিজের বসতঘরে না থেকে পাশের একটি কাচারিঘরে একা রাত যাপন করতেন। শুক্রবার ভোররাতে স্ত্রী লাকি আক্তার তাকে ডাকতে গেলে সাড়া না পেয়ে ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি দেন। তিনি দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে হিরুর নিথর দেহ।

নিহতের ছোট ভাই মাসুদুল ইসলাম মাসুদ বলেন, ‘আমার ভাই আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা আগে শামশেদ হিরু তার ফেসবুকে একটি পোস্টে লেখেন, ‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কতটা অসহায়।’

এমন পোস্ট ঘিরেও নানা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।

নিহত শামশেদ হিরু এক ছেলে ও এক মেয়ের জনক। বড় ছেলে এইচএসসি পরীক্ষার্থী এবং মেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

ইমরান হোসেন মুন্না/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর