Logo

সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ১৫

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৯:৩০

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ১৫

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৫ গাডির সংঘর্ষ, আহত ১৫। ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উত্তর থানার সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে টোল প্লাজার অদূরে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছাকাছি পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি ইলিশ পরিবহন, গোসাইরহাট এক্সপ্রেস, একটি প্রাইভেটকার ও একটি জিপগাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বাস ও প্রাইভেটকারের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনায় যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায়, বিশেষ করে বাস ও প্রাইভেটকারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানবাহনগুলো সরিয়ে নেয়। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আবু সাঈদ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর