Logo

সারাদেশ

মুন্সীগঞ্জের সাবেক এমপি বিপ্লব ফের ৫ দিনের রিমান্ডে

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৯:৫৮

মুন্সীগঞ্জের সাবেক এমপি বিপ্লব ফের ৫ দিনের রিমান্ডে

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে শ্রমিক সজল মোল্লা হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ আমলি আদালত-১-এর বিচারক নুসরাত শারমীন এই আদেশ দেন। 

গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার সূত্রপাত থেকে ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা। ওই ঘটনায় করা মামলায় ১ জুলাই মোহাম্মদ বিপ্লবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তখন আদালত তাকে সাত দিনের রিমান্ডে দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মুন্সীগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল হালিম বলেন, ফয়সাল গত সাত দিন রিমান্ডে ছিলেন। তখন পুলিশের তদন্তাধীন গুরুত্বপূর্ণ বিষয়ের জবাবে তিনি অসংলগ্ন ও বিভ্রান্তিকর কথা বলেছেন। ছাত্র–জনতার আন্দোলনে ব্যবহৃত অস্ত্র ও বিভিন্ন বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

তাই পুনরায় মামলার তদন্ত কর্মকর্তা সজীব দে তার ৭দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে মূল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ফয়সাল বিপ্লব। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে ও জেলা আওয়ামী লীগের সদস্য। স্থানীয় রাজনীতিতে তিনি প্রভাবশালী ছিলেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত ২২ জুন রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ১ জুলাই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়।

আবু সাঈদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর