Logo

সারাদেশ

ফেনী নদীতে ডুবে শিশু নিখোঁজ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২০:০১

ফেনী নদীতে ডুবে শিশু নিখোঁজ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ফেনী নদীতে ডুবে শিশু নিখোঁজ। ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ফেনী নদীতে ডুবে মো. মিনহাজ (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের ফেনীর কূল এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু মো. মিনহাজ ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ সতের গ্রামের মো. কাজি মঞ্জরের ছেলে। শিশুটি তার মায়ের সঙ্গে নানা মো. রবিউল হকের বাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবার সূত্রে জানা যায়, ছুটির দিন হওয়ায় মিনহাজ তার মায়ের সঙ্গে নানা বাড়িতে আসে। খেলার ছলে বাড়ির পাশে ফেনী নদীর কূলে গেলে হঠাৎ শিশুটি পানিতে পড়ে নিখোঁজ হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ডুবুরি টিমের দলনেতা আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজ শিশুটিকে উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।

ছোটন বিশ্বাস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর