Logo

সারাদেশ

দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান এনসিপির নাহিদের

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২০:৩৫

দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান এনসিপির নাহিদের

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে আরেকটি আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত হতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে যশোর ঈদগাহ মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস ইসলামের সঞ্চালনায় সমাবেশে তিনি বলেন, ‘আগামীতে একটি বড় আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত হতে হবে। ওই আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

নাহিদ বলেন, আওয়ামীলীগ গত ১৬ বছরের সবচেয়ে বেশি দলীয়করণ হয়েছে নির্বাচন কমিশনে। তারা তিনটি নির্বাচনকে নস্যাৎ করেছে, ভোটাধিকার নস্যাৎ করেছে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে। গণঅভ্যুত্থানের পরও যদি এটি সংস্কার না হয় তাহলে এ দেশের ভবিষ্যত অন্ধকার। কিন্তু গণঅভ্যুত্থানের নেতারা ওই অন্ধকার আসতে দেবে না।

নাহিদ আরো বলেন, ‘একটি রাজনৈতিক দল তাদের কোটি কোটি সমর্থক দেখায়। ওই শক্তি আমাদের দেখাবেন না। আমরা ১০/২০ জন মানুষ নিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম। সেই আন্দোলনে কোটি কোটি জনতা অংশ নিয়েছিলো। তারাই আমাদের শক্তি। তাদের সাথে নিয়ে আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে চাই। যেখানে সবার হক নিশ্চিত করা হবে।’

এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি ও পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করবে বলেও জানান নাহিদ ইসলাম।

সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, মো. আতাউল্লাহসহ যশোরের নেতারা বক্তব্য দেন।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর