Logo

সারাদেশ

চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা

Icon

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২১:০০

চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা

চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা। ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরে ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের বার্তাবাহক’—এমন বক্তব্য সঠিক নয় দাবি করে মসজিদের খতিব মাওলানা আনম. নূরুর রহমান মাদানীকে (৬০) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন বিল্লাল হোসেন (৫০) নামের এক ব্যক্তি।

শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গুরুতর আহত মাওলানা নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। তিনি ওই মসজিদ ছাড়াও বিভিন্ন মসজিদে নিয়মিত জুমার খুতবা দিয়ে থাকেন।

অভিযুক্ত বিল্লাল হোসেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। বর্তমানে তিনি শহরের বকুলতলায় বসবাস করেন এবং পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ আগে এক জুমার খুতবায় মাওলানা নূরুর রহমান মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে ‘ইসলামের বার্তাবাহক’ হিসেবে উল্লেখ করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে বিল্লাল হোসেন শুক্রবার জুমার নামাজের পর পরিকল্পিতভাবে এ হামলা চালান। তার হাতে থাকা চাপাতিতে লেখা ছিল—‘আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো।’

মসজিদের মুসল্লিদের ভাষ্যমতে, জুমার নামাজ শেষে অধিকাংশ মুসল্লি মসজিদ ত্যাগ করলেও খতিব তখনও নামাজ আদায় করছিলেন। এ সময় বিল্লাল হোসেন তার কাছে রাখা মোড়ানো চাপাতি বের করে খতিবের ওপর আক্রমণ করেন। তার চাপাতির আঘাতে খতিবের কানের গোড়ালিতে মারাত্মক জখম হয়। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আসামিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর