Logo

সারাদেশ

নাটোরে বাল্যবিয়ের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২২:০০

নাটোরে বাল্যবিয়ের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাল্যবিয়ের আয়োজনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার খলিফাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ের কনে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে বিয়ের আয়োজন বন্ধ করে কনের দাদা বজলুর রশিদকে বাল্যবিয়ে দেওয়ার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মেহেদী হাসান তানিম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর