কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৩:২৮

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ। ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণের পাশাপাশি বাড়ির একটি কক্ষে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব লাল চাঁদের বাড়িতে হঠাৎ করে অস্ত্রধারী একটি গ্রুপ হামলা চালায়। তারা লাল চাঁদের ছোট ভাই ও যুবদল কর্মী সুবেল আহমেদের বসতঘরে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল ফাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে গ্রামবাসীর তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ভুক্তভোগী সুবেল আহমেদ অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালিয়েছে। তারা ভাঙচুর করেছে, আগুন ধরিয়ে দিয়েছে। এমনকি গুলি ছুড়েছে ও বোমা ফাটিয়েছে।
তিনি আরও বলেন, এ ইউনিয়নে এখনও আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। ৫ আগস্টের পরেও তারা বহাল তবিয়তে আছে। তাদের সঙ্গে কয়েকজন বিএনপির লোক যুক্ত হয়ে এ হামলা চালিয়েছে।
সুবেল অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন, কুচিয়ামোড়া এলাকার রতন হাজী ও আলমগীরের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে।
তবে এ বিষয়ে জানতে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা পবনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, একটি বসতঘরে আগুন দেওয়া হয়েছিল। এতে ঘরটি আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সময় গুলির কোনো প্রমাণ মেলেনি। ভুক্তভোগী পরিবার যেসব নাম বলেছে, সেগুলো খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।
আকরামুজজামান আরিফ/এমবি